মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

ব্রতী মুখোপাধ্যায়




একটু এগিয়ে যাও
ব্রতী মুখোপাধ্যায়



একটু এগিয়ে যাও, নদীচিহ্ন পাওয়া যাবে
গাছগাছালির কঙ্কাল ছাড়া বাতাসযাননির্ভর ধুলোময়লা ছাড়া
আর কেউ নেই এখন যে তোমায় বলতে পারে
তিনখানি ইট কোথায় ছিল


একটু এগিয়ে যাও, শোনা যাবে কিভাবে
মাতাপিতৃহীন বালিকার মতো অন্ধকার একা একা কাঁদছে
এই সেদিনও চাঁদের রোদ্দুরে
(বেপরোয়া চোখের জলের গান গেয়ে উঠলে কোথাও কেউ)
স্বপ্নের পড়শিরা
পরস্পরকে জড়িয়ে ধরে ভালোবাসার অলঙ্কার হয়ে উঠত

এগিয়ে যাও,
পাবে
শুকিয়ে গেছে যে রক্ত, বেশিদিন বাসি হয় নি দাগ
পাবে
উৎসন্ন হওয়ার আগে অনাদরের হাহারব আকাশের দিকে উড়ে গেছে
তার স্পর্শ যা এখনও ঠান্ডা হয় নি

তারপর ?
তারপর কি করবে ?
বলো কিছু
কিছুই বলবে না ?

[রাত্রিপাঠ]







এবং একুশ

২টি মন্তব্য: