সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭

সুকান্ত দে



শুভেচ্ছা
সুকান্ত দে


নতুন বছর ঘুরে ফিরে দেখা সুখ
নতুন আয়নায় পুরাতন যত মুখ
কিছু মানুষের সবেতেই বাড়াবাড়ি
আমরা তো শুভ ইচ্ছে জানাতে পারি।

বর্ষ বদলে শুভদিন চলে আসে
মধ্যবিত্তের, অর্থাভাবের মাসে,
তবুও দুচোখ পরকাল ঘিরে ধরে
কিছু লোক রাতে কম্বল বিলি করে।

এদেশে এখন নিজের মানুষ পর
সমাজে, নীতিতে ঘুঘুরা বেঁধেছে ঘর
শিখে তো নিয়েছি মুখোশের ভালোবাসা
বাঁচিয়ে রেখেছে দিনবদলের আশা

আমি-তুমির কবিতা লিখছি খুব
প্রেমের মিষ্টি পানেতে মুড়ছি সুখ
সুযোগ পেলেই দু-এক লাইন লিখে
ফেবু প্রোফাইলে বন্ধু আনছি ডেকে

প্রতিদিন খুব বড় হয়ে যেতে চেয়ে
এখন আমরা,প্রত্যেকে খুব একা
অনেক বন্ধু মুঠোফোনে দেখি চেয়ে
ঘুমের ওষুধ হাতের কাছেই রাখা

পার্ক স্ট্রীট জুড়ে রঙিন ঝিকমিক
দিন আমাদের বদলে যাবে ঠিক
ফুটপাথে পচে শিশু মুখের সারি
শুধুই শুভ ইচ্ছে ওড়াতে পারি

এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন