সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭

প্রবীর কুমার চৌধুরী



ধোয়াসার জীবন 
প্রবীর কুমার চৌধুরী 


জোছনার মুখ ভার ,
কেঁদে যায় বেহাগ বিবর্ণ সন্ধ্যায়।
ভাঙ্গা ভাঙ্গা প্রাচীরের ফাঁকে -
চাপা আছে ইতিহাস ।
সম্পর্কগুলো ভেসে যায় ভাঙ্গা ভাঙ্গা নৌকায় ।

অজানা পথে হেঁটে চলি -
দুপাশে জঞ্জাল ,
মাঝে মাঝে থেমে যাই , দেখি -
লজ্জ্যাহীন দেহখেলা ।
প্রেম এসে ফিরে যায় আধুনিক কালচার ?

পথে ঘাটে হিংস্র কুকুর
সহসা আক্রমনে -
অসীম সাহস মৃতপ্রায় ।
অসহায় , গৃহহীন -
ছলাকলার কারবার ।

ক্ষিধেরা উন্মত্ত ,ডাস্টবিন ঘাঁটা ,
দেহগুল বিকায় হাটে, অশান্ত বেলা ।
হিতাহিতশূন্য সংসার ,পাপের পসার -
বুক খালি , ছানা খোঁজে পাখির ডানা ।
হাতে হাতে পেরিয়ে গেছে দেশের আকাশ ।

নিশান উড়ছে আকাশে ,
কালি ঝুলি মাখা ল্যংটো দেহ-
স্বাধীনতা খাচ্ছে চেটেপুটে -
কতদিন পরে কে জানে কেহ ।
কারা যেন ভাবছে এখন কিডনি বেচাই শ্রেয় ।

এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন