সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭

শঙ্কর বন্দোপাধ্যায়

প্রয়াণ
শঙ্কর বন্দোপাধ্যায়

যেতে হয়, তবু সেই যেতে হয় চলে
হেমন্তের স্নিগ্ধ পরিমলে
নিজের নিজের নীড় গড়ে তোলা পাখিদের মত
সাজিয়ে গুছিয়ে রাখা স্বপ্ন কতশত
অনাবিল পরাগের নীল মোহানায়
চক্রবাল ছুঁয়ে যেতে চায়।


হলুদ হলুদ দিন জীবন তখন
গায়ের বাকল ছেড়ে নবজন্ম ফিরে পায় বন
কোনো কিছু শেষ হয় না
মনের অনন্ত কোনে লেখা থাকে অমর ঠিকানা।

যেতে চেয়ে প্রত্যেকেই জানি দিন গোনে
পুরোনো আঙিনা ছেড়ে নতুন উঠোনে
নিজের জগত সেটা, নিজের পৃথিবী গড়ে নেয়া
সঙ্গোপনে ফোটে কত কেয়া
তারাদের নিত্য কানাকানি
জীবন বৈঠা বায় হাতে নিয়ে প্রাণের পারানি।

তখনও পৃথিবী তার নিজের আবর্তে ঘুরে চলে
পাখিরা আজান গায়, মানুষ প্রেমের কথা বলে
জীবন তখনও ঋতুমতী
প্রাণের সাগরজুড়ে অক্ষুণ্ণ জোয়ারের গতি
দখিণা পবন সেই আগেকার মত করে বয়
তবুও যেতেই হয়, সব ছেড়ে চলে যেতে হয়।


এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন