মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

বেলায়েত মাছুম



দ্বিধা 
বেলায়েত মাছুম




আমায় কখন ছুঁয়ে গেলে- হাওয়া
হিজলের বনে কখন তুমি ঝরে গেলে
সন্ধ্যায় একদিন মগ্ন ছিলাম- মনে পড়ে?
পথের কোন দিক ছিল না
আমাদের মত- ডুবে থাকার
নিজেদের ভেতর পতঙ্গ হয়ে।

আমায় ছুঁয়ে যায় হাওয়ার শরীর আর আমরা আমাদের
নিয়ে জেগে থাকি, কোন একদিন ভ্রমণে যাবো- হিজল বনে।

সন্ধ্যার কথা মনে পড়ে?
হাওয়া আর জল?
যেদিন ঠোঁটের ভাঁজে পুড়ে গেল ফুল
লবণ বাগানে ঝুলে থাকলাম চাষীর স্বরূপ।











এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন