মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

সৌমেন্দ্রনাথ গুহরায়

খেলা
সৌমেন্দ্রনাথ গুহরায়



আগুপিছু করে সাজিয়ে নিলেইতো 
বাকি যা ছিল 
সব সেরে নেওয়া যেত
কত সম্ভাবনা ছিল
পুড়ে পুড়ে সব ছাই হয়ে
হাওয়ায় মিশে গেল
যে সেজে ছিল 
সে রয়ে গেল
যার যাওয়ার নয়
সে চলে গেল
দিন শেষে হিসেব মিলাতে গিয়ে দেখি
মুঠোর ভিতর হতাশা ছাড়া
আর কিছু নেই

ক্ষমার কলসে প্রেম
তখনো ঘুমায়
উদাসীন মালা হাতে
দয়িত আকাশের বুকে
সে এক নতুন সূর্যোদয়
উন্মুখ জীবনে মৃত্যু এক ব্যর্থ ব্যাধের মত
হাত পাতে কবিতার কাছে
আকাঙ্খার অসহ্য আক্ষেপে
ক্লান্তির কফিনে
তখনো এক জীবনের অতলান্ত সম্ভাবনা
খেলা শেষের খেলায়
শূন্যতায় সে এক নতুন খেলা




















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন