আমি তবুও তোমার সাথে মিলিত হবো
মূলঃ অমৃতা প্রীতম
অনুবাদঃ মনোজিৎ কুমার দাস
আমি তবুও তোমার সাথে মিলিত হবো
কেমন করে, কোথায় ? আমি জানি না,
হয়তো আমি তোমার কল্পনায় ধরা দেব ,
আমি নিজেকে তোমার মনের ক্যানভাসে
হয়তো রহস্যময়তায় মেলে ধরতে পারবো,
আমি তোমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবো ।
হয়তো আমি তোমার বুকের উষ্ণতায় রঙধনু হবো
কোথায়, কেমন করে ? আমি জানি না,
আমি তবুও তোমার সাথে মিলিত হবো ।
হয়তো আমি একটা ঝর্ণা হয়ে
ফেনিল জলধারায় তোমাকে ভিজিয়ে দেব ।
শরীর বিনষ্ট হলে সব শেষ হবে
কিন্তু স্মৃতির সুতোগুলো নিরন্তর জাল বুনে যাবে,
স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে
আমি তবুও তোমার সাথে মিলিত হবো।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন