মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

কৌশিক গাঙ্গুলী




অন্ধকার
কৌশিক গাঙ্গুলী




সক্রেটিস বলেছিলেন তিনি
জানেন, তিনি কিছুই জানেন না,
আর ওদিকে চায়ের দোকানেরদ
বেঞ্চিতে আলোকিত সবজান্তা পবিত্র
পাপীরা, রাস্তায় কুকুর, কাক আর
আবর্জনা বাড়ছে তবু কাজের
বদলে অকাজ, শান্তির বদলে সন্ত্রাস
বাড়ছে, বেগুন ভবিষ্যতে শুধুই অন্ধকার।










এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন