মসীহ্
তন্ময় বসু
হায় মসীহ্!
চারপাশের একান্ত মসীহ্,
খবরের কাগজ জীবন!
খবরের কাগজ
- চরিত
হে ক্ষণিক মসীহ্
হাউইবাজী রোশনাই
- কুর্ণিশ।
হে টবের গাছে ফোটা ফুলবা্হার
নাটমঞ্চ তোতা পাখি,
জাদুগরী পাগড়ী পালক -
বট অশ্বথ্থ বিস্তারের
চিরকুট সালাম
সিন্দুর রাঙা লোকগাথা
বাস্তুসাপ
ঢাক বাজে চড়কগান --
তুমিই মসীহ্
অনুস্বার বিসর্গ
চন্দ্রবিন্দু চাঁদে
ক্ষণিকের মসীহ্
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন