মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

অনিন্দ্য মুখোপাধ্যায়


    

আমার কৈফিয়ত
অনিন্দ্য মুখোপাধ্যায়



আমি বরাবর অন্যভাবে
চেষ্টা করে শব্দ সাজাই
ব্যস্ত পথে থ্রোটেল টেনে
স্কিলের জোরে বাইক চালাই।

আমি বরাবর খাতার পাতায়
উগরে ফেলি রাগ অভিমান
ছোট্ট থেকে স্বপ্ন দেখি
কিনবো ভাবি, যুদ্ধ বিমান।

আমি বরাবর হিস করেছি
ঝোপের ধারে,পথের ধারে
এবং তোমায় কিস করেছি
সিঁড়ির তলায়,অন্ধকারে।

আমি বরাবর নির্বিবাদী
জপ করেছি পৈতে হাতে
এবং শুধুই ডাল চেয়েছি
পোস্ত দিয়ে,গরম ভাতে।

আমি বরাবর জনপ্রিয়
মিমিক্রিতে হেমন্ত কুমার
বার্গেনিং এ আস্থা রেখে
স্নিকার্স পরি নকল 'পুমা'র।

আমি বরাবর গাঙ্গুলীয়ান
আদুর গায়ে খাট কাঁপাবো
এবং তোমায় সঙ্গে নিয়ে
ফী ফ্রাইডে তে ডেটিং যাবো।


















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন