মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

দেবাশীষ দে



শেষ কবিতা
দেবাশীষ দে




তোমার জুঁই আলোর স্পর্শডগায় এই মাত্র 
জড়তার মুখোশ ছিঁড়ে বেরোলাম আমি - 
তোমার নগ্ন বুকে স্থির হতে হতে 
কালের বিবর্ণরেখা মুছে দিলাম আকাশের ক্যানভাসে।
পৃথিবীর ঘোরতর কালো দিনে স্বপ্ন দিলাম এঁকে 
তোমারই নাভিমূলের চারিদিকে।
এরপর আর কবিতা জন্মাবে না জানি;
শুধু একবার ছুঁয়ে যেতে দাও তোমার ওই 
অশ্রু ভেজা নিভৃত নির্জন যোনি।















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন