মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

অরিন্দম



জীবন ও শূন্যতা
অরিন্দম




জীবনে চলার পথে
পায়ে পায়ে ফিরতে থাকে
শূন্যতা....
মুখোশ বদলাই। আড়াল করি আত্মরূপ
মঞ্চের আলো; ভরিয়ে দেয় বুক
দমবন্ধ। বমি পায় খুব
দহন চেপে বুঝতে পারি
ভিতরে ভিতরে অন্তহীন ভাঙচুর...!













এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন