মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

তাপসকিরণ রায়






ঘুম
তাপসকিরণ রায়



বাস্তব আধার কতটা ধরে রাখা যায় ?
শক্ত চেতনা ছিঁড়ে তুমি যখন ঘুমিয়ে পড়ো, 
যে আধার তোমায় গিলে নিচ্ছে ক্রমশ:--
কতটুকু ব্যথা তুমি ধরে আছ বুকে ? 
সংজ্ঞা শক্তিটুকু তোমার সীমা রেখা,
যে ব্যথায় তুমি ঘুমিয়ে পরো--হোক তা স্বপ্ন বা বাস্তব--
তোমার চৈতন্য ভেঙে বারবার জেগে ওঠাই তো জীবন !












এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন