আইন মোতাবেক
ইন্দ্রাণী সরকার
এক মাঘে না কি শীত যায় না
কিন্তু এক বস্ত্রে এক মাঘ দিব্যি চলে যায়
ফুটপাতে যারা শুয়ে থাকে
তাদের এভাবেই দিন কাটে
সেখানে রিডিং গ্লাস বা অভিজ্ঞতা
কোনটাই কাজে লাগে না
কাল ছেতুবাবুর বাগানে যে
মিস্ত্রিটা কাজ করছিল ওর নাম হীরালাল
জন্মসূত্রে নাম প্রাপ্তি
বোধ হয় বাবা মা ভেবেছিলেন যে বড় হয়ে
হীরের মালিক হয়ে লালে লাল হবে
এখন পলেস্তারা আর সুরকি মেখে লাল হয়
প্রেমিকার নিষিদ্ধ কবরে কোন প্রেমিক
জুতো খুলে যায় কি না জানা নেই
তবে কবর দেবার আগে চাঁদের আলোয়
প্রেমিকার মুখে শেষ চুমু খেয়ে
প্রেমিক স্যুট টাই পরে ড্রেস স্যু গলিয়ে নেয়
অনেকটা পথ এখনো চলা বাকী
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন