শহীদ মিনারে রাত
দেবাশীষ দে
বলছি শোনো। শহীদ মিনারে ওঠা আমাদের মানায় না ।
তুমি কি অবাধ্য মেয়ে ? চিৎকার করে বলো,
হাতধরে টানো, ‘উচ্চতা ছাড়া নাকি ভালোবাসা যায় না ।’
আমি তো ছিলাম অনেক দূরের অশ্রু ভেজা ছেলে ।
তুমি কি রোদ্দুর নাকি ? ডাকলে যে,
শুখিয়ে নেবে ? তোমার বারান্দায় হৃদয় দেব মেলে ?
কিছু কিন্তু নেই আমার । সম্বল সামান্য লেখালেখি ।
তুমি কি উড়ন্ত পাখী ? নীল কালিতে,
কবিতার হারানো শব্দ সব, খুঁজে আনো দেখি ?
সিঁড়িতে তোমার উচ্ছলতা আমি কি সামলাতে পারি ?
তুমি কি যুবতি হলে ? সিঁড়ির শেষ ধাপে,
পিঠ ছুলো তোমার বুক । উত্তাপে এবার বুঝি মরি ।
মিনার চূড়ায় দেওয়ালে ঠেস, বুকে আছড়ালে তুমি ।
তুমি কি সমুদ্র নাকি ? দোলাবে আজ ?
মফঃস্বলের ছেলে, মহানগরে কেঁদে ফেললাম আমি ।
মহানগর রাতজাগে, মফঃস্বলে জ্বলছে জোনাকি আলো ।
তুমি কি রামকিঙ্করের মূর্তি ? খুলে দিলে
রাত পোশাক । আবদারে আজীবন ভালোবাসবে, বলো ?
আগুন, রাতগান, অশ্রু, নীরবতা, সাক্ষী থাকে মিনার চূড়া ।
তুমি কি ঝর্ণাধারা ? ধুয়ে ফেলো বাসি দাগ ?
মহানগরে সূর্য উঠলেই কি ডুবে যায়, মফস্বলের সব তারা ?
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন