কোন প্রেম
পলাশ কুমার পাল
চপ্পলের অভিঘাত ভুলে
ধুলোরা চপ্পলের পেছু পেছু ধায়.....
কিছুটা লাফিয়ে উঠে
চপ্পলের টবে মানুষ-উদ্ভিদের পা ধরে,
কোন গোপন কথা বলে যায়?
পাতা মিটমিট করে দেখে,
বুকে ফুল পুষে
গাছের শিকড় তবু অন্ধকার সাম্রাজ্য রচে.....
নির্বাক পৃথিবী।
পথিক হেঁটে যায়
ধুলোর পৃথিবীতে কলম হাঁটে-
কাগজওয়ালার ঝাঁকায় শূন্য-কাগজ,
ধুলো ভরে নিয়ে দিন শেষ করে স্টেশনারী দোকান।
ঝাড়ুতে বারবার ঝাড়লেও
প্রত্যহ অসহায় মানুষের ভিড় পৃথিবী চেনায়....
ঝাড়ুতে বারবার চুম্বনে
কোন প্রেম, ভাগ্যহীন উর্বর?
শুষ্ক ধুলোকে আশ্বাস দেয়....
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন