বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫

পল্লববরন পাল



ধ্বংসে কবি জাগে 
পল্লববরন পাল





একটি ভ্রমর এসে বসেছিলো খোলা জানলায়
ঈষৎ সামনে ঝুঁকে বলেছিলো – ওঠো কবি চলো

কবির আঘুম চোখে প্রস্ফুটিত পিচুটি ফুলেরা
তৎক্ষণাৎ ঝরে গেলো হাততালি আনন্দে নেচে
যেন তারা হরিদ্বর্ণ শ্যামাপোকা – আলোকবান্ধব
মৃত্যু কতো রমণীয় উৎসবী| পর্দাআঁচল খুলে
পরমাসুন্দরী রোদ শয্যাপানীয় হাতে এলো
ভিজে চুলে ঝর্ণামানচিত্র এঁকে নিঃশ্বাসদূরে 
পানীয়ধোঁয়ার মতো উষ্ণ বাঁকা শরীরবিন্যাস 
পৌরানিক পরীডানা উরুসন্ধি ত্রিভূজউঠোনে 
জুঁইগন্ধে ম ম - ধ্বংস ক্যালেণ্ডারে রবীন্দ্রনাথ 
একটি ভ্রমর এসে বলেছিলো – ওঠো কবি চলো 

জানলায় কে দাঁড়িয়ে – ভ্রমর? নাকি সে রোদ? নারী? 
বিছানায় উঠে বসে কবি, পানীয়ে চুমুক দেয় – জাগে 















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন