অকাল বোধন
মমতা দাস (ভট্টাচার্য)
শিউলি ফোটার গন্ধে
বাতাস বিমুগ্ধ,
শাদা কাশ, পান্না সবুজ ঘাস
আকাশে গুচ্ছগুচ্ছ পেঁজা তুলো মেঘ
মনে কেন অজানা ভয়,
অকালে দেবী বিসর্জন !
এসেছে সেদিন,
জানি, শুভ লগ্নে অকাল বোধন।
শরতে শারদা দূর্গা,
চারদিকে সাজ সাজ রব,
পূজার শত আয়োজন,
আগামী সময়ে অকাল বোধন।
চুপিসারে কোনঘরে ফুল ঝরে যায়
, কন্যাভ্রুণ পলকে মিলায়।
নিরব অশ্রুমুখী নিঃশব্দ ক্রন্দন
অগোচরে দেবী বিসর্জন।
ঢাক-ধল-ধুপ-পুস্প পূজা ও সম্মান
আজ নাকি অকাল বোধন ! !
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন