বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫

বৈজয়ন্ত রাহা




বৈজয়ন্ত রাহা




নেই

হারিয়ে যাবার চেয়ে অধিক ছিল পাখিদের মাতৃভাষা...
গাছেদের ওম
সম্ভোগের পরে ছিন্ন অবসাদ মাটি ছুঁয়েছিল আবাল্য অরণ্যে
কষ্টেরা স্বাধীনতা পেয়ে উড়ে গিয়েছিল সম্পর্কের পাতাগুলি থেকে
তোমারি আঘ্রাণে কুয়াশারা নেমে এসেছিল ডানা মোড়া দুপুর-রেলিঙ্গে...


ভুল

আলতো সে হাত ছুঁয়ে বলেছিল লেবুরং রোদ
বন্ধ দুচোখে , দেখাটুকু করে গেছে সব দেনা শোধ
অদেখাতে অতীতের সব ছবি সাজিয়েছে ভালবাসাবাসি দিন
সেলফোনে পুরোনো সে রিংটোন এঁকে গেছে ভুল রং ভুলেই রঙ্গীন 
মেঘের আঁচলে বাঁধা দেওয়া কথা ঘুমিয়েছে , ছেঁড়া তমসুক
উড়ে গেছে, নদীতীর হেঁটে গেছে বহুদূর , রোদরং পিছনে আসুক...




















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন