বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫

অনিন্দ্য মুখোপাধ্যায়



অভিমানের কবিতা
অনিন্দ্য মুখোপাধ্যায় 


এবার তবে অভিমান করি বলো!! 
এবার তবে মনটা খারাপ হোক 
এবার না হয় শাস্ত্রেই মতিগতি 
আমার আবার প্রিয় শ্রাস্ত্রই কোক!!


যদিও শুনি তোমার প্রচুর কাম,
 কামনায় নাকি হচ্ছ তুমি নীল!!
 আমার কিন্তু শালিখ ভালোলাগে- 
তোমার প্রিয়,জানি শঙ্খচিল। 


শুনেছি নাকি তুমিও ভেবে সারা- 
শুনেই আমার সারাগায়ে শিহরণ, 
তোমার শরীর উষ্ণ প্রেমের মতোই 
আমার শরীর ভেবেই উচাটন।









এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন