স্বাহা
স্মৃতি
স্মৃতিরাও মাঝে মাঝে বোঝা হয়ে ভাবে
গ্রহ বা তারার মনে কিছু রেখে দিয়ে
কতটা রাখবে তার হৃদি ভাসা জলে..
এর মধ্যে যদি ঘটে যায় দু একটা দাবানল
উড়েপুড়ে ধানবুক ভালোবাসা লাজ বর্ষায়
এও এক স্মৃতি বিভ্রম।
নদীর উপরে ব্যাপ্ত বর্ষার মেঘের নীচে বকের
উড়াল বলে দেয় স্বাহা --- অপরাহ্ন এল...
অলৌকিক সূর্যডোবা দেখে আকাশ গঙ্গায়
কিছু তারাকে অযুত বিন্দু নিয়ে রাত্রি তার
বুকে ভরে খেলে তারা খসা খেলা।
এইবার জল বুক থেকে উঠে আসে সুভগা সে
নারী সিক্ত নিভাঁজ এক সেলুলয়েড...
শিপ্রানদী পার হয়ে হেমন্তের সোনার ধান
মাড়িয়ে চলে যায় ওঁ স্বাহা বলে ওপারে
যেখানে দিনের আলোয় মিলিয়ে থাকে
রাতের স্মৃতির তারারা।
কে যেন মন্দ্রস্বরে বলে ওঠে আমাদের ঘরে
দীপ জ্বলে না, দিনান্তে যদি চাঁদ ভাসে তবে
আলো পাই..
আগুন কেউ না জ্বালিয়ে দিলে পোড়া স্মৃতি কেমন করে যোজনগন্ধা হয়ে ভেসে যাবে চৈত্র
অথবা শাওনে কিছু অভিশাপগ্রস্ত অসূয়াকে ভালোবাসা দিয়ে....
এবং একুশ
স্মৃতি
স্মৃতিরাও মাঝে মাঝে বোঝা হয়ে ভাবে
গ্রহ বা তারার মনে কিছু রেখে দিয়ে
কতটা রাখবে তার হৃদি ভাসা জলে..
এর মধ্যে যদি ঘটে যায় দু একটা দাবানল
উড়েপুড়ে ধানবুক ভালোবাসা লাজ বর্ষায়
এও এক স্মৃতি বিভ্রম।
নদীর উপরে ব্যাপ্ত বর্ষার মেঘের নীচে বকের
উড়াল বলে দেয় স্বাহা --- অপরাহ্ন এল...
অলৌকিক সূর্যডোবা দেখে আকাশ গঙ্গায়
কিছু তারাকে অযুত বিন্দু নিয়ে রাত্রি তার
বুকে ভরে খেলে তারা খসা খেলা।
এইবার জল বুক থেকে উঠে আসে সুভগা সে
নারী সিক্ত নিভাঁজ এক সেলুলয়েড...
শিপ্রানদী পার হয়ে হেমন্তের সোনার ধান
মাড়িয়ে চলে যায় ওঁ স্বাহা বলে ওপারে
যেখানে দিনের আলোয় মিলিয়ে থাকে
রাতের স্মৃতির তারারা।
কে যেন মন্দ্রস্বরে বলে ওঠে আমাদের ঘরে
দীপ জ্বলে না, দিনান্তে যদি চাঁদ ভাসে তবে
আলো পাই..
আগুন কেউ না জ্বালিয়ে দিলে পোড়া স্মৃতি কেমন করে যোজনগন্ধা হয়ে ভেসে যাবে চৈত্র
অথবা শাওনে কিছু অভিশাপগ্রস্ত অসূয়াকে ভালোবাসা দিয়ে....
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন