বিশ্লেষণ
রুবি মুখার্জী
সব কথার বিশ্লেষণ আমি চাই না,
হৃদয়ে গড়ে তোলা কিছু অনুভব-
সেজে ওঠে আপন মহিমায়
তার প্রকাশ চাই তার মত করেই..
মৃদু... স্নিগ্ধ... অথচ যুক্তি গ্রাহ্য ..
এই অস্পষ্ট স্পষ্টবাদিতাই আমার পছন্দ. !
প্রকট বিশ্লেষণে কথারা বে-আব্রু হয়
যেন আভরণ হীন..হতশ্রী ..
উৎকট এক উপস্থিতি !
অনুভবের অনুরননও থেমে যায় ....
তাই অনুভবের অনুলিপি নয়
একাত্মতা কাম্য ..
অনুক্ত বিশ্লেষণ
কথাকে আলাদা মাত্রা দেয়-
যেমন ফুলে ফলে ভরে ওঠা গাছ,
অথবা চাঁদ তারায় সেজে ওঠা রাতের আকাশ ...
তাই অধিক বিশ্লেষণ নয়
অনুভবে সাজানো থাক কথারা !!
এবং একুশ
রুবি মুখার্জী
সব কথার বিশ্লেষণ আমি চাই না,
হৃদয়ে গড়ে তোলা কিছু অনুভব-
সেজে ওঠে আপন মহিমায়
তার প্রকাশ চাই তার মত করেই..
মৃদু... স্নিগ্ধ... অথচ যুক্তি গ্রাহ্য ..
এই অস্পষ্ট স্পষ্টবাদিতাই আমার পছন্দ. !
প্রকট বিশ্লেষণে কথারা বে-আব্রু হয়
যেন আভরণ হীন..হতশ্রী ..
উৎকট এক উপস্থিতি !
অনুভবের অনুরননও থেমে যায় ....
তাই অনুভবের অনুলিপি নয়
একাত্মতা কাম্য ..
অনুক্ত বিশ্লেষণ
কথাকে আলাদা মাত্রা দেয়-
যেমন ফুলে ফলে ভরে ওঠা গাছ,
অথবা চাঁদ তারায় সেজে ওঠা রাতের আকাশ ...
তাই অধিক বিশ্লেষণ নয়
অনুভবে সাজানো থাক কথারা !!
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন