নীড়
অনুপম দত্ত
ঘর পেরিয়ে উঠোন আর উঠোনজোড়া রোদ
শাড়ির ভাঁজে মিশে থাকা নরম অনুযোগ
হলুদমাখা আঁচল আর ছোট্ট একটা ঘর
স্বপ্নরা সব খেলা করে চৌকাঠ বরাবর
ছোট্ট একটা বাগান আর মরসুমি ফুলগাছ
নরম চোখের চাহনিতে কড়া রোদের আঁচ
চুলের ফিতে খোঁপার কাঁটা চুড়ির ঠুনঠুন
স্নানের ঘরে জলের ধারা কোমল গুনগুন
ঘর পেরিয়ে উঠোন আর উঠোনজোড়া রোদ
রোদপোয়ানো দুপুরগুলো বিকেল খোঁজে রোজ
সারাদিনের শেষে যখন নতুন করে দেখা
দুজনেরই পড়ছে মনে কতটা ছিলাম একা।
এবং একুশ
শাড়ির ভাঁজে মিশে থাকা নরম অনুযোগ
হলুদমাখা আঁচল আর ছোট্ট একটা ঘর
স্বপ্নরা সব খেলা করে চৌকাঠ বরাবর
ছোট্ট একটা বাগান আর মরসুমি ফুলগাছ
নরম চোখের চাহনিতে কড়া রোদের আঁচ
চুলের ফিতে খোঁপার কাঁটা চুড়ির ঠুনঠুন
স্নানের ঘরে জলের ধারা কোমল গুনগুন
ঘর পেরিয়ে উঠোন আর উঠোনজোড়া রোদ
রোদপোয়ানো দুপুরগুলো বিকেল খোঁজে রোজ
সারাদিনের শেষে যখন নতুন করে দেখা
দুজনেরই পড়ছে মনে কতটা ছিলাম একা।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন