বিষণ্ণ কবিকে
সুধাংশু চক্রবর্তী
চারপাশ দিয়ে কতশত অগণ্য পথিক হেঁটে যায়
এই নিঃসঙ্গ জীবন কাকে যেন ফিরে পেতে চায় ।
এ কোন শূণ্যতাকে সঙ্গী করে কাটছে বন্দী পরবাস
নিজের সাথেও দেখা যে হয় না কত শত মাস।
মনের মননে আজ ডুবে থাকে ভাবনা কতশত
যখন যেমন চাই ডুব দিয়ে তুলে আনি ইচ্ছেমতো।
কোনো কোনো স্মৃতি খুব নাড়া দিয়ে যায়
মনের গভীরে, আর দিনটাকে বৃথাতুর করে দেয়।
বিষণ্ণ কবি তুমি থাকো ঘাস ও ফুলের সঙ্গে
এবং একুশ
সুধাংশু চক্রবর্তী
চারপাশ দিয়ে কতশত অগণ্য পথিক হেঁটে যায়
এই নিঃসঙ্গ জীবন কাকে যেন ফিরে পেতে চায় ।
এ কোন শূণ্যতাকে সঙ্গী করে কাটছে বন্দী পরবাস
নিজের সাথেও দেখা যে হয় না কত শত মাস।
মনের মননে আজ ডুবে থাকে ভাবনা কতশত
যখন যেমন চাই ডুব দিয়ে তুলে আনি ইচ্ছেমতো।
কোনো কোনো স্মৃতি খুব নাড়া দিয়ে যায়
মনের গভীরে, আর দিনটাকে বৃথাতুর করে দেয়।
বিষণ্ণ কবি তুমি থাকো ঘাস ও ফুলের সঙ্গে
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন