মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬

মেঘ শান্তনু



কোনো এক যুবতীকে
মেঘ শান্তনু


চোখের কোণে নিঃস্ব বালুচর
শিশির তোমার ডাক নিয়েছে চিনে
যুবতীকাল প্রহর ভরা স্রোত
আঁখি মেলে তাকাও বৃষ্টি দিনে

অন্য আকাশ, অন্য কোনো জল
মেঘ সীমানা পেরিয়ে যদি চাও
বিকেল আলোয় কার্নিশে পা রেখে
হঠাৎ কেমন রাধিকা হয়ে যাও !

ছড়িয়ে দাও অপূর্ব সব পালক
আমি তোমার সর্বনাশের ডাক
তৃষ্ণা মেটাও, হা-পিত্যেষ বুক
কিছু মানুষ জ্যোৎস্না খুঁজে পাক

বৃষ্টিফোঁটায় সর্বনাশের ছোঁয়াচ
রাত বাড়লে ভাসিয়ে দেবো তরী
আরো একবার অন্ধ হবো আমি,
নগ্ন হয়ে দাঁড়াও, হে ঈশ্বরী !









এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন