মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬

শিবাংশু দে



পাথরে রেখেছি...
শিবাংশু দে


এসব সবুজ বৃষ্টি নীল রোদে আশ্বিন
সকাল ভরে থাকে
টানা শরতের ওয়াগন শিস দিয়ে
চলে যাচ্ছে মহুয়ামিলন
আমাদের গল্পগাছা মেঘের আলস্যময়
কবুতর পাঠ
কোন স্বপ্নে আশ্রয় দেবো
তাকে
রোরো এক নদী
এপার ওপার ছায়া
প্যাস্টেল প্রতিম জল
পাথরের দীর্ঘ মন্তাজ
ঐ শ্মশানের কাছে
এক রাতে গান হয়েছিলো
ফুটেছিলো অস্থির শরীরময়
শাপলার নাল
তাকে কি কবিতা বলে
কবি এসেছিলো কাল
রাতে
স্বপ্নে
প্রমত্ত ধাক্কা তার
আগের মতই
এখনও রয়েছো তুমি
পাথরের চিতা
হায়
কে তবে পোড়ালো
তাহার মদ্যপ হাসি
শব্দের খুঁট
টেবো ঘাটি কাঁপায়
এখনও
চট্টোকূলোদ্ভব কবি
আগের মতই হাসে
স্বপ্নে এখনও
ঈষৎ ঘুরিয়ে ঘাড়
আগের মতই জেদি
জানতে চেয়েছে
যেতে পারি...
কিন্তু কেন....








এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন