মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬

বৈশালী সেন



খোলা চিঠি
বৈশালী সেন



গত চব্বিশ বছরে কখনো লিখিনি তোমায়,
জানি না কেন, আজ বড়ো ইচ্ছে করে
তোমায় লিখি মনের কথা,
'মা',সবাই বলে হাসি আমার 'প্রাণ খোলা'৷
আমি জানি, এ হাসি আমার নয়, এ তোমার৷
দিয়েছো আমায়, তাই না অমন হাসতে পারি৷
আর সব গুণ তো বোনের ঝোলায়৷
আমি শুধু হাসতে পারি৷

তবে, এই যে আমি লিখতে পারি
এও কিন্তু তোমার দয়ায়৷
অভয় দাও তো, সত্য বলি৷
সেই যে তোমার সাধের সবুজ খাতা-
যাতে লিখতে তুমি তোমার জীবন কথা,
আর ছিল মা প্রেমের কথা৷

'হাত দিবি না'— শাসিয়ে ছিলে৷
যেদিন তুমি চলেই গেলে,
পড়লো সেটা, তোমার এই দুষ্টু মে'টা৷
বুঝে ছিলাম সে'দিন আমি
কেমন করে বলতে হয় মা—'জীবন কথা'৷

জানি তুমি অনেক দূরে,
তারাদের দেশে বাস কর৷
সময় করে না হয়, তোমার
মেয়ের পত্রখানি একটু পোড়ো৷






এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন