মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

অঞ্জন বর্মন



আজও আছ নারী 
অঞ্জন বর্মন



তোমার ছিল আগুন আগুন খেলা
আমার ছিল কাগজ ও নীল কালি
তোমার ছিল পুজো, দোলের মেলা 
আমার ছিল বুকটা খালি খালি। 

তোমার ছিল ড্রয়িং ইকেবানা 
আমার ছিল চলতি সিগারেট 
তোমার শো’য়ে টিকিট মিলত না
আমার ছিল কোচিং ক্লাস এ লেট। 

টপ টপিয়ে চড়ছিলে সব সিঁড়ি 
আমি তখন রোজ দুপুরে জিপিও 
হঠাৎ এল পাত্র - ধুত্তোরি 
দুঃখে রাগে খুলেছিলাম ছিপি ও। 

এখন আমি বিদেশ বিভূঁই ঘুরি
দিবানিদ্রায় বাড়ছে তোমার ওজন 
ছেঁড়া ফাটা স্বপ্নকে আজ ধরি
গুনছ তুমি লাইক দিল কজন। 

পুরুষ তাই আমি সবই পারি
তুমি ছিলে, আজও আছ নারী।
    


















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন