মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

শুভজিৎ বসাক



অতীত আয়না
শুভজিৎ বসাক



বড় হচ্ছি কিছু সময়কে সঙ্গে নিয়ে,
পিছনে পড়ে থাকছে স্মৃতির আয়নাটা।
যখন আয়নাটাকে যত্ন নেওয়ার কথা ছিল-
সেসময়ে আবেগ-প্রেম-পরচর্চায় নিজেকে সাজিয়েছি।
আজ সময় অতীতে পরিণত হয়েছে,
নিজের চেহারাটাও ভাঙ্গছে প্রতিদিন,
মনে পড়ছে আয়নার কথা।
স্মৃতির চিলেকোঠার ঘরে গিয়ে ঢাকা খুলে দিলাম আয়নার,
দেখি সে মাঝ বরাবর ভেঙ্গে গেছে!
এতটাই “আমি”-ত্বে ভুগেছি যে ওর দিকে ফিরেও চাইনি কোনওদিন,
কখন যে সে ধাক্কায় ভেঙ্গে গেছে!
অন্তত শরীরেও যদি ভাঙ্গা কাঁচ বিঁধতো কোনোদিন,
হয়তো বোঝা যেত।
ভাঙ্গা আয়নায় নাকি মুখ দেখতে নেই,
অভিশাপ লাগে তাতে,
অথচ ভুল যে নিজেদের,
যত্ন নিলে ভাঙ্গত সে আয়না কখনো?
লাগে লাগুক অভিশাপ, ভুলের প্রায়শ্চিত্ত করাটা দরকারী;
অতীতের আয়না অত্যন্ত দামী,
স্মৃতিচারণ এখন মরুভূমিতে জলের সন্ধান করা মাত্র,
তবু মন অতীতের আয়নাকে একবার ছুঁতে চাইছে।











এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন