কোন বকলমা নয়
অরিন্দম চন্দ্র
কোন বকলমা নয়-
তবু যদি এমনই চলে যাই
কোথাও কেউ ছড়াবে না খই,
রাজবেশ নয়, নয় অগুরু-চন্দন,
বিছানার বাজু- তোমার লাল টিপ,
মুখাগ্নি না, চুমু দিও শেষ বার।
আমার কিশোরী মেয়ে কাঁদে যদি একা-
বুঝিও-বাবা ছিল ঠিক তুমি,
একটু দেরী হল সব কিছু
তবু সব কিছু যেন বোঝাতে পারো
অঝোরে বৃষ্টি নামুক সে বিকালে।
অন্য অনেকে আসবে সেদিন, দেখো-
দুটো বালিশ মাথায় আমায় দিও,
আর পাশে কিছু বই দিও প্রিয়
সাথে ভডকা রেখো চেনা বোতলে।
চিতাও হয়ত জ্বলবে না সে’দিন
অঙ্গার তুমি জঠরে জ্বালিয়ে রেখো
দিগন্তরেখা বড় বিষময়
ছড়ানো ছেটানো আদরগুলো সব
যত্ন করে বুকের আগুনে সেঁকো।
তোমার আমার সেই দিন এলোমেলো
শব্দগুলো ছড়াবে চারপাশে
তোমার হাতে আমার দুটো হাত
আকাশকে ডেকো-মিলিত উল্লাসে।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন