মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

ইন্দ্রাণী সরকার





তোমার হারিয়ে পাওয়া 
ইন্দ্রাণী সরকার



অসংখ্য ভুলভ্রান্তি বাঁচিয়ে এখনো 
চিরদিনের সেই আমার তুমি !
ঐ গুলঞ্চলতার আবছায়ায় যখন 
তুমি বসে থাক একা আনমনে 
তোমায় ছুঁয়ে যায় শরতের উষ্ণতা |

স্নিগ্ধ কবিতার কপোল ছুঁয়ে
মৃদু বাতাস কাশের বনে ঢেউ আঁকে |
ডাগর দুটি কাজল চোখেতে 
শুকিয়ে থাকা জলের যে দাগ তা কি 
কোনদিন অনুভব করেছো ?

দেখো না তোমায় ফের ভুলতে গিয়ে 
বারে বারেই পথ ভুলে যাই, 
আর হঠাৎ চেয়ে দেখি আমি এখনো 
দাঁড়িয়ে তোমারি দোরগোড়ায় |
দুচোখে আমার একরাশ ডুবুরি স্বপ্ন
আর ফিরে আসা অপ্রতুল সময় |














এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন