যদি
পারমিতা
চ্যাটার্জী
তোমায়
দেথেছিলাম আবছা ভোরে
সূর্য
ওঠার সময়,
দেখেছিলাম
তোমায় নীল পাহাড়ের পাদদেশে,
উচ্ছল
গতিতে বয়ে যাওয়া ঝর্ণার পাশে,
তোমায়
দেখেছিলাম বিবর্তনের মাঝে
বদলে
যাওয়া সময়ের সাথে।
আমায়
কি দেখেছ কখনও?
আমিতো
সেই একই আছি,
পোড়ো
বাড়ীর তুলসী তলায়
সাঁঝের
প্রদীপের আলো খুঁজি,
মরে
যাওয়া গাছে জল ঢালি
যদি
বেঁচে যায়,
মরে
যাওয়া ভালোবাসার ছেঁড়া খামটা
গুছিয়ে
রাখি, নিভৃতের আন্তরালে,
স্মৃৃতি
যদি নিস্তব্ধ রাতে সঙ্গী হয়ে আসে,
তাই
ভরা থাকে গোপন সিন্দুকে।।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন