রবিবার, ১ মার্চ, ২০১৫

সন্দীপ দাশ



তুমি এসে ডাক দিলে
সন্দীপ দাশ


তুমি এসে ডাক দিলে,
সমবেত মিছিলে মিছিলে রক্তের কণিকা যত
ভেঙ্গে ফেলে দ্বারের আগল;
প্রত্নতত্ত্ব কফিন থেকে উঠে আসে প্রেমের শৈশব,
বলগাহীন ছুটে যায় প্রশ্বাসের তীর; তির্ তির্ 
কেঁপে ওঠে হৃদযন্ত্র মাতাল নেশায়...
দেহের লোমকূপরা চোখ তুলে কান খাড়া করে...

তুমি এসে ডাক দিলে,
পঞ্চভূতে বসন্ত উৎসব; কৃষ্ণচূড়া 
হেসে ওঠে পলাশের কোলে...
নীলিমার গায়ে ঐ রাতের তারা-রা ফোটে
জুঁইফুল হয়ে; বকুলের গন্ধ আসে
প্রহরে প্রহরে...

তুমি এসে ডাক দিলে,
ভরা সাঁঝে জ্বলে ওঠে প্রদীপের শিখা;
ঘরে ঘরে শঙ্খধ্বনি হয়; ফুলের পাপড়ি
হয়ে জেগে ওঠো পুরানো ডায়েরীর পাতায় পাতায়... 
গভীর অতল থেকে ভেসে আসে
বিকেলের গান; গহীন স্রোতের সাথে
ঢেউ তোলে দুই জোড়া পা...

তুমি এসে ডাক দিলে,
জাহাজ ভিড়তে থাকে বন্দরে বন্দরে;
প্রত্নকথারা সব ফিরে আসে গুটি গুটি পায়ে। 
সন্ধ্যের বৃষ্টি ভিজে চেয়ে থাকে রাজপথ
আকাশের দিকে; নদীর বুকের পরে
রক্তপাত হয়...

তুমি এসে ডাক দিলে,
নিঃশব্দে সাড়া দিই বাতাসে বাতাসে;
ওপারের হাওয়া এসে এপারের ঘাসে
মুখ ঘসে ফিরে গেলে, তার হাতে
তুলে দিই আমার খবর...

তুমি এসে ডাক দিলে,
প্রতিধ্বনি বাজে তার নিখিলে নিখিলে
শিরায় শিরায় পুনঃ নবজন্ম বয়,
ছোট্ট পৃথিবী মোর রজস্বলা হয়।।








এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন