কাকলি
শাহেদ সেলিম
প্রায় মাঝরাতে গিরগিটির মত ওঠে গেছি,
নারকেল গাছ বেয়ে
দু'তলার জানালায় দাঁড়িয়ে থাকত কাকলি
প্রায় তৈরী হতে থাকা মসজিদের গম্বুজের মাইকে
গেয়ে উঠতাম মুখ ঠেকিয়ে,
আমার কাকলি, কিশোরী কাকলি
বিস্ময় নিয়ে,
মায়াভরা চোখে--
আমাদের না বোঝা দিন, অবুঝ সময়
তার শীর্ণ কালো আঙ্গুলগুলো
বয়ে যেত
মনে পড়ে,
বয়ে যেত
তারপর একদিন কাকলি'রা দল বেঁধে সারিসারি
চলে গেল কাঁটাতার পার হয়ে
আমার কিশোরী কাকলি, আমার সদ্যজাত ভালবাসা
পুড়ে গেছে দুতলা বাড়ির সাথে।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন