সর্পিল
সুচেতা
মন্ডল
ভেজা
ভেজা পথ, অচেনা বৃষ্টি-তাপ,
মুছে
দিল অতীতের আদুরে পায়ের ছাপ,
চোরাস্রোত
বইছে এই ধমনীর দেওয়াল বেয়ে,
কত
দিন হাঁটিনি এ পথে আমি !
তুমি
ছিলে তাই মোনালিসার ঐ বাঁকা হাসির
রহস্য
জানতে চাই নিই কোনো দিন,
আজ
সর্পিল জীবনের জট ছাড়াতে ঐ হাসির
এক
ছিঁটে ফোঁটা বড়োই যে দরকার !
জটিল
মনস্তত্ত্বের আমি কতটুকু বুঝি,
বুঝিনি
তোমার সেই হাত ছেড়ে চলে যাওয়া,
বুঝিনি
তারার আলোয় মোমের যে গলে যাওয়া,
গানের
শেষে বুঝিনি সেই সুর আনমনা,
কেন
আর ‘’ দূরবীনে চোখ রাখবনা…’’?
সময়
পেরিয়ে গেছে কয়েক বছর প্রায়-
আজও
কফি হাউসে কত আড্ডা জমে যায়,
খর
তাপ, ছাতা হাত,
ফেলে আসা কালো রাত,
জমে
থাকে সর্পিল জীবন যন্ত্রনায়,
তবু
গান শুনে মনে মনে গুন গুন করি,
শিশিরের
শব্দে কান পেতে থাকি ,
কত
দিন বাঁচিনি এ পথে আমি !
তুমি
ছিলে, তুমি নেই,
মেনে
নিয়ে বেঁচে আছে ‘আমার
আগামী’ !
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন