ভগ্ন
হৃদয় চারা
তন্ময়
গুপ্ত
ছন্দ
ছাড়া হ’ব এবার
পথের
ধারে দাঁড়িয়ে আমি
আকাশচূড়া
গাছের নীচে
রৌদ্র
তপ্ত পাথর ফাটল
ছোট্ট
সে এক সবুজ চারা
অকাল
জন্ম প্রবল মিছে
মিথ্যে
স্বপন মিথ্যে বপন
বীজ
খানি সেই উচ্চ আশার
ধিক্কারিছে
আপন প্রাণে
ভাঙ্গছে
দুকূল ভাঙ্গছে পাহাড়
উড়ছে
ধুলো ভগ্ন হৃদয়
আপন
মগ্ন ধ্বংস ঘ্রাণে।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন