আবার
শোনাবো তোমার বিজয় গাঁথা
আবদুল্লাহ
আনসারী
বর্ণমালা
তুমি স্বাধীন হলে-
আর
কোন ভাষা হবে না আমার মুখে উচ্চারিত
এমন
দিব্যি তো দেয়নি কেও
বাঙালীর
দেহ ফুঁড়ে
টপ
টপ গলে পড়ে
স্রোতে
ভেসেছো প্রাণের দাবি হয়ে
শহীদের
শরীরের নির্যাস হয়ে
বর্ণমালা
আমার বর্ণমালা! !
কতটা
প্রাণ বিধ্বংসী গুলিতে একটা
অক্ষরের
জন্ম হয়, ভুলে গেছে প্রজন্ম!!
সালাম
তুমি অ হয়ে গেছ হায়েনার গুলিতে
রফিক
তুমি আ হয়ে গেছ ভাষার দাবীতে
রফিক
তুমি হয়েছো ক জব্বার খ বরকত
শহীদেরা
সব হয়ে যায় অক্ষর!
বর্ণমালা
আমার বর্ণমালা! !
সেই
পাকি উদ্দীনদের সময় থেকেই নির্যাতিতা তুমি
বিবস্ত্র
হয়েছো উঁচুনিচু সব তলায় সব সময়
সত্তর
বছরের অবিনাশী যৌবনের কারুময়
রুপেও
ধরে রাখতে পারোনি স্বাদে গন্ধে
অথচ
জেগে আছো অতন্দ্র প্রহরী হয়ে
বাঙালীর
দেহ ভূমির সু-গভীর বোধে।।
নির্মেঘ
আকাশে অনায়াস বিচরণ শৈলী
দেখে
বাংলায় আসে বৈশাখি প্রভাত
তোমার
দেয়া মন্ত্রে রণাঙ্গনে বিজয়ী বাঙ্গালী
শহীদের
উত্তরসূরী, সহাস্য কৃষ্ণচূড়ার রক্তিম প্রপাত।।
যদি
আবার জীবন পাই-
তোমার
স্থায়ী বসতির জন্যে আবার যুদ্ধে যাবো
গাইবো
তোমার মহিমা বন্দনা
আবারও
জিতে আসবো সবাই
শহীদের
সন্তান, আমি আর খঞ্জনা।।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন