রবিবার, ১ মার্চ, ২০১৫

পিয়ালী বসু


একটি ব্যক্তিগত কবিতা 
পিয়ালী বসু 



আকাশ জুড়ে শুধুই গ্রে 
এই সমস্ত দিনেই যাবতীয় ভালবাসা রা খুন হয় 
আর জন্ম নেয় শরীরে ...
শরীরে লেগে থাকা নেশার ম্যাগনেট মুক্তি দেয় কি কাউকে ?

তবুও রাত সরে 
ভোরের আহ্লাদী আলোয় বিদায় নেয় ফিকে প্রেম 
সমস্ত মেলানকলিকারা নিঃশেষ আশ্লেষে 
মনের গহনে বন্দী হয় 
মিথ্যা আর মিথ্যাচারের সূক্ষ্ম সীমারেখা ছাড়িয়ে ...
Until you set them free ! 







এবং একুশ

1 টি মন্তব্য: