রবিবার, ১ মার্চ, ২০১৫

মমতা দাস (ভট্টাচার্য)

এবং একুশ 
মমতা দাস (ভট্টাচার্য)  


আজকের পৃথিবীতে সব-ই বদলে বদলে যায় 
একুশ-ও কখন যেন চৌকাঠ পার হয়ে সামনে দাঁড়ায় ! 
এবং একুশ আজ হয়তো আঠাশ 
সমূহ চিন্তায় থাকে আজ বারোমাস। 
উড়িয়ে বসন্ত দিন যে ছিল রঙ্গীন 
যৌবন গত তার , নয় সে নবীন। 
যে তরুণী যৌবন মেলেছিল একুশের বিষে 
হয় তো স্বপ্ন কাঁদে আঁখি জলে মিশে
কেঁদেছে, কাঁদায় তারে আজো বার বার
কিছু আর নেই তার দেবার-নেবার ! 
প্রেম অপ্রেম হলো পেরিয়ে একুশ 
আগুন জ্বলেছে বুকে, ধিকি ধিকি তুষ ! 
যে শিশু শুনেছে কথা ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী
একুশে এসে জেনো ছাড়বে না জমি। 
বনভোজনের ছায়া ছিল যে একুশে 
বদলানো সংসারে ভরে যায় বিষে
পদ্য লিখেছে যে একুশে সবাক 
মধ্য বয়সে আজ নীরব, নির্বাক ! 
একুশ থাকে না বসে একুশের ঘরে 
তরতাজা মন যায় ধীরে ধীরে মরে। 
'অমর একুশে' দিল বাংলার জয়

আজ জেনো বুকে তার মৃত্যুর ভয় !


এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন