রবিবার, ১ মার্চ, ২০১৫

স্বপন দেব





নির্বাসন
স্বপন দেব




কাল আমি নির্বাসনে যাবো 
চলে যাবো স্তব্ধতার গর্ভজলে 
যেখানে কবিতারা খেলা করে । 
রাত্রি হলে হেঁটে হেঁটে বনপ্রান্তে 
গিয়ে শরীর এলিয়ে দেব প্রত্যাশায়
কখন অরণ্য নুয়ে দুই ঠোঁটে 
দীর্ঘ চুমু দেবে ভালোবেসে । 
আবার নতুন ভোরে উঠে 
হাঁটা দেব যেখানে পাহাড়েরা 
আকাশের কাছ ঘেঁষে বসে 
ছায়ার মতন । 
এখানে জলের শব্দ, শালবনে অদৃশ্য প্রপাত 
অরণ্যে বৃষ্টি এলে গাছেদের
ঘুমভাঙ্গা গান । 
দুশো বছরের জীর্ণ মহুয়া গাছের তলায়
পাতা ছাওয়া ঘর বেঁধে আমি এখানেই
থেকে যাবো।
চুম্বনের তীর থেকে ফিরে আসা ঠোঁটের মত
আমি এই ক্লান্ত উপত্যকার জানুতে মাথা
রেখে শোব
কাল আমি নির্বাসনে যাবো !




এবং একুশ

1 টি মন্তব্য: