মাতৃভাষা
তোমায়
দর্শনা
বোস
বাংলা
মানে মোহনবাঁশি, বাংলা
চরাচর,
বাংলা
অামার অাগুনপলাশ, বাংলা
সুখের ঘর।
বাংলা
অামার মায়ের অাঁচল, বাংলা
অামার জোশ,
বাংলা
অামার মরণবাঁচন, বাংলা
দুঃসাহস।
রক্তেভেজা
পথেই জানি তোমার উন্মোচন,
রক্তে
আমার টগবগানো তোমার সম্মোহন।
অাকাশ
অামি মুঠোয় ধরি, তোমার
মিঠে বোলে,
অাজও
অামার রোমাঞ্চ বন সহজপাঠের কোলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন