ভাষা দিবসের গান
শঙ্কর
বন্দ্যোপাধ্যায়
বাংলার
মাটি এতো লাল কেন কেউ কি তা জানো
ইতিহাস
জানে কিছু তাজা খুন রয়েছে মেশানো
রক্ত-আখরে
তাতে লেখা আছে কিছু কলতান
এ
মাটি আমার প্রেম, এ ভাষা
আমার সম্মান......
এমন
হরিৎ কেন বাংলার সব তৃণভূমি
সবুজ
হয়েছি আমি, সবুজ সবুজ হলে তুমি
এ
মাটি এখনো গায় সবুজ প্রাণের জয়গান
এ
মাটি আমার প্রেম, এ ভাষা
আমার সম্মান......
এখনো
লালন শুনে হৃদয়ে বৃষ্টিধারা ঝরে
এখনো
আকুল হলে রবীন্দ্রনাথ মনে পড়ে
এ
মাটি দেখলে দেখি সালামের বিদ্রোহী জান
এ
মাটি আমার প্রেম, এ ভাষা
আমার সম্মান......
কেন
এ মাটির বুকে নদীরাও এতো গান গায়
কেন
এ মাটির ঘ্রাণ বিক্ষত জীবন জুড়ায়
এই
মাটি আজও দেয় সোনারঙ পৌষালী ধান
এ
মাটি আমার প্রেম, এ ভাষা
আমার সম্মান......
এ
মাটিতে শুয়ে আছে আজও সেই সব চেনা মুখ
বাংলা
কাঁদলে জেনো সেদিন এ মাটির অসুখ
মাটির
আব্রু কাড়ে কিছু বোকা কিছু শয়তান
এ
মাটি আমার প্রেম, এ ভাষা
আমার সম্মান......
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন