আগামীর
ইতিহাস
নির্মাল্য
বিশ্বাস
আজও
খুঁজে বেড়াই সেই বাংলা মায়ের মুখ
ঘন
সবুজ ঘাসের বিছানায়
কিংবা
টলটলে শিশির কণায়
দেখি
প্রাণের ভালোবাসা, জীবনের
সব সুখ ।
হেঁটে
যাই পায়ে পায়ে - ঐ পদ্মা নদীর তীর
-
আহা! কি অপূর্ব আকাশ - নীল - অপরাজিতা নীল
সোঁদা
মাটির গন্ধ খুঁজে বেড়ায় একদল তিতির,
ভোরের
আলো টুকু শুষে উড়ে যায় শালিক আর চিল।
ভেসে
আসে বাউলের ভাটিয়ালি সুর,
হৃদয়ের
কাছাকাছি, তবু যেন দূর –
বহুদূর
ঐ
পদ্মার ওপাড়ে মন টানে বারেবারে ,
যেখানে
আকাশ মেশে আরও এক আকাশের তলে ।
কলকা
পাড়ে শাড়ি পরা কমলা ভটচারজির মুখ,
চন্দন
চিতায় পোড়া উন্নত চিবুক
আজও
আকাশ প্রদীপ হয়ে জ্বলে ।
ফিরে
আসি ঐ ছায়াপথ ধরে - ইতিহাসের অদূরে
প্রান্তরের
পাড়ে - পাতার পরে পাতা জমে ঢেকে যাওয়া পিরামিডে
অস্ফুটে
কে যেন ডাকে 'মা'
বলে ;
বরকত,
রফিক, জব্বর
এর বিদেহী আত্মারা
এখানে
ধূপের মত জ্বলে ।
মাথার
ওপর আধ খাওয়া চাঁদ
যেন
মৃত মমির আর্তনাদ !
ইচ্ছে
করে ঐ কবরের পাশে রক্ত গোলাপ হয়ে চুমি
প্রণমি
মা - নাও প্রণমি
তোমার
অধিকার ফিরিয়ে দিতে সন্তানের শেষ শ্বাস,
ফাগুনের
বুলেট বিদ্ধ আগুনে
অমরত্ব
পাক মাতৃভাষার ইতিহাস
এখানে
ধূপের মত জ্বলে ।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন