রবিবার, ১ নভেম্বর, ২০১৫

পলাশ কুমার পাল



কবি
পলাশ কুমার পাল




কত কথা বুকের ভিতর করে কোলাহল!
বলতে চাওয়ার আকুল রোদন খুঁজে যায় তল....
ওড়ে কত ঝরাপাতা নীল আকাশকে ছুঁতে,
ডানাহীন অসহায়তা তবু মাটিতেই সুখ পাতে-
ভাগ্যলিখন প্রচ্ছদে আঁকতে চাওয়া ছবি,
রঙের হাহাকারে প্রাণপিপাসা সে সবই!
তারপরেতেও মাদল বাজে মনের দ্বারে দ্বারে,
কোমর দুলিয়ে মনও নাচে বসন্ত-আঁধারে....
আঁধারেতে নাচে ধূপের ধোঁয়া , একচিলতে ছবি
আত্মদহনের নেশায় দাহ্য ধূপই কবি।













এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন