রবিবার, ১ নভেম্বর, ২০১৫

মিজান ভূইয়া


নতুন পৃথিবী
মিজান ভূইয়া




এড়িয়ে যাই
শেষ ইচ্ছে
ছাই চাপা আগুন
টের পাই আলোর আগমন
ফিরে যাওয়া,
মৃদু ঢেউ এবং
সংসারমুখি বাতাস…
উঠোনে খেলা করে দোয়া দরুদ
মুখস্থ মন্ত্র
সিঁড়ি ভেঙ্গে উপরে উঠে দেখি
পাথর আর পাথর
মানুষের জনপদে সেই আশীর্বাদ
মেলে না, অভিশাপ মেলে না, ভালোবাসা
কিছুতেই মেলে না।
জয়া নীলিমা মরিয়মের
তিনটি বাড়ী তিনটি ঘর
ভোরে
বিকেলে
কুয়াশায়
শিশিরে আমাকে জ্বালায়
আমি
দুই চোখের দৃষ্টি তিনভাগ করে
বসে থাকি
আকাশের বুকে অরণ্যের
ছায়া…
অস্ত যায় চাঁদ
বুঝতে পারি পৃথিবীর বুকে জাগে
আরেক
নতুন পৃথিবী।













এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন