হে বন্যা, হে বন্য
মৈনাক সেনগুপ্ত
আকাশ যখন ঢাকল আমায় মাঝরাতে,
চাঁদের সাথে একলা ছিলাম বর্ষাতে।
চন্দ্রজল শরীর আমার খুঁড়ছিল;
জোয়ারনদী, আর সেতারে সুর ছিল।
গলছে চাঁদ, কী উত্তাপ, হায় আগুন!
বানভাসি, তোর তীরে, শূন্যতূণ।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন