তোর উঠোনে
সৌম্য বন্দ্যোপাধ্যায়
আর কি দেবো?
আর কি কি চাস?
এক মহাদেশ প্রাক্ইতিহাস
প্রতিবাদের স্বপ্ন-ভরা কলমখানা...
কোথায় কলম? কোথায় কালি?
এমন করে ডাক পাঠালি
সব ফেলে তাই খুঁজতে যাওয়া
তোর ঠিকানা...
পাসনি খুঁজে
শব্দগুলো?
তাই কি আজও একটু ভুলও
এক মহাকাশ বৃষ্টি আনে
ঘরের কোণে?
ওই তো ক'টা ধুলোয় ঢাকা
ব্যক্তিগত শব্দ রাখা
যুগান্তরের ফাটল-ধরা তোর উঠোনে
নাই বা পেলি
কি আসে যায়...
ব্যক্তিগত তত্ত্বকথায়?
সময় এখন উঠোন জুড়ে
আঁকছে ছবি
পালটে যাবে তোর মহাকাশ
পালটে যাবে প্রাক্ইতিহাস
মন ছুঁয়ে বল,
তবুও কি তুই আমার হবি...?
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন