অন্ধকারের রঙ
সুপ্রভাত লাহিড়ী
বাজারি হতে হতেও-
সওদাগর যুবকের হাত ধরে
ফিরে আসা কচি মেয়েটা
ব্রাত্য হলো সে সংসারে!
রামায়ণে সম্ভব যা
বাস্তবে তার কী নিরিখ?
কাকুতি-মিনতি-শতদিব্যি
ঘোচাতে অক্ষম তার অসতীত্ব!
ওদিকে,
সংসারী হয়েও বাজারি রাতপাখি
হোটেল-ডিস্কোনাচে যৌবন দুলিয়ে-
ঢুলু ঢুলু চোখে কী সুখেই না করছে
ঘরকন্না, সেই বা কী নিরিখে?
‘এ যো আপোষ কা মামলা হ্যায়,
কোথায় হারালো সেই মেয়ে...
আরও কতজন!
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন