চিন্ময়ী মায়ের দিন কাটে অবহেলায়
সুধাংশু চক্রবর্ত্তী
চরণে চরণে রাশিরশি ধুলো ওড়ে সুসজ্জিত প্যাণ্ডেলের ভেতর
সারিবদ্ধভাবে সকলেই এগিয়ে চলেছে সন্মুখে পরপর
শুধুমাত্র মৃন্ময়ী মায়ের শ্রীমুখখানি দর্শনের অভিলাষে
প্যাণ্ডেলের বাতাসে তাই ধুলিকণা, খড়কুটো ভাসে।
মাতৃদর্শনের এই ব্যকুলতা শুধুই কি বহিঃপ্রকাশ, অন্তরের নয়?
তাহলে সকলকে ডেকে ডেকে একবার শুধোতেই হয়
নিজের চিন্ময়ী মায়ের মুখখানি দেখার ব্যকুলতা ক’জনে প্রকাশ করেছো?
তাঁকে এই মৃণ্ময়ী মূর্তির মতো ক’জনে সযত্নে রেখেছো?
জানি আমার প্রশ্নের কোনো সদুত্তরই পাবো না অনেকেরই কাছ থেকে
মহাপুজোর রঙ্গীন দিনগুলো একসময় হয়ে আসে বিবর্ণ ফিকে
আনমনে বেজে ওঠে মৃণ্ময়ী মায়ের বিদায়ের করুণ সুর
তবুও চিন্ময়ী মায়ের দীর্ঘনিঃশ্বাস ছড়িয়ে পড়ে বহুদূর।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন