রবিবার, ১ নভেম্বর, ২০১৫

তহমিনা সামি



কাব্যিক চিঠি
তহমিনা সামি



সক্কালে, ঘুমে ঢুলু ঢুলু চোখ,
খট খট কড়া নাড়ে দরজায়
অসীম বিরক্তি নিয়ে দরজাটা খুলতেই
সফেদ শার্ট পরা কাঁধে ঝোলা ব্যাগ দু’হাত ভর্তি চিঠি
আর গোঁফওয়ালা লোকটা হা হয়ে দাড়িয়ে
কিছু বলার আগেই নাম খানা বললে,
আমি হ্যাঁ সূচক মাথা নাড়াতেই বলে,
‘আগে সইটা দিন’ ততক্ষণে উধাও সব ঘুম
আমি নিশ্চুপ, অবাক হয়ে তাকিয়ে
আমার নামে চিঠি! যেখানে সই করতে বললে
তার প্রতিটি অক্ষরই আবছা অস্পষ্ট
হতবিহ্বল হয়ে খুঁজতে থাকি চশমাখানা....,
সে নোটবুকের বিশেষ এক স্থানে অঙ্গুলি নির্দেশ করে বললে,
‘এখানে ম্যাডাম’। আমি অস্পষ্ট সইখানা দিতেই
একখানা পার্সেল হাতে ধরিয়ে দিয়েই উধাও লোকটা।
ততক্ষণে উবে যাওয়া ঘুম, আমি নিশ্চুপ
রাজ্যের অবাক চোখে খুলে দেখি
একখানা ছয় ফর্মা কাব্যিক চিঠি!











এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন